মুজিব শতবর্ষ এবং বীমা দিবস পালনে পপুলার লাইফের প্রস্তুতি সভা
ডেস্ক রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব শতবর্ষ উদযাপন এবং ১ মার্চ ২০২০ইং “জাতীয় বীমা দিবস” দেশব্যাপী পালনের জন্য পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাস এবং প্রধান বক্তা ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মূখ্য নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আশরাফ হোসেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মো. হুমায়ুন কবির। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট মো. আনিস উদ্দিন মিঞা, প্রধান নিরীক্ষক নন্দন ভট্টাচার্য, ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, মো. নওশের আলী নাঈম, মো. আবু তাহের, মো. হাবিবুর রহমান ও ইমাদ উদ্দিন আহমেদ প্রিন্স প্রমূখ।