পপুলার লাইফের পৃষ্ঠপোষকতায় ময়মনসিংহ সেনানিবাসে সাংস্কৃতিক অনুষ্ঠান

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সেনাবাহিনী ময়মনসিংহ সেনানিবাস এবং এটিএন বাংলার যৌথ উদ্যোগে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ময়মনসিংহ সেনানিবাসে সাংস্কৃতিক অনুষ্ঠান 'বসন্তের উল্লাসে' অনুষ্ঠিত হয়।  সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের খ্যাতিমান শিল্পীরা অংশগ্রহণ করেন। সম্প্রতি এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠান 'বসন্তের উল্লাসে' প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি.ও.সি আর্টডক লে. জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এনডিইউ, পিএসসি।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি.ও.সি ১৯ পদাতিক ডিভিশন এবং ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি; পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মূখ্য নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী এবং এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহ্ফুজুর রহমান।

সাংস্কৃতিক অনুষ্ঠান আরোও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ এসইউপি, এনডিসি, পিএসসি; ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খাল-উর-রহমান পিএসসি, টিই; কর্নেল মহিউদ্দিন আহমেদ মাহি।

 এছাড়াও অন্যান্য উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সৈনিক ও তাদের পরিবারবর্গ এবং পপুলার লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলমগীর ফিরোজ রানা। (সংবাদ বিজ্ঞপ্তি)