জেনিথ ইসলামী লাইফের ইসি ও অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত

ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক মো. আলী আজীম খান প্রতিষ্ঠানটির এক্সিকিউটি কমিটি (ইসি)’র চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও কোম্পানিটির নিরপেক্ষ পরিচালক মো. গোলাম নবী অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আজ শনিবার কোম্পানিটির ৪৫তম পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জেনিথ ইসলামী লাইফের পরিচালক মো. আলী আজীম খান মেঘনা ব্যাংক লিমিটেডেরও পরিচালক। এ ছাড়াও তিনি সিলভার থ্রেড, সাইনেস্ট বাটন, সাইনেস্ট ওয়াশিং, সাইনেস্ট অ্যাপারেলস, ট্রাস্ট ট্রাউজার লি., সাইনেস্ট এম্ব্রয়ডারি, সিলভার প্যাকেজিং লি., নাসরিন গার্মেন্টস লি., সাইনেস্ট গার্মেন্টস লি., ফোর ব্রাদার্স ফ্যাশন, আশরাফ প্লাস্টিক এন্ড লেবেল, সাইনেস্ট কার্গো সার্ভিস, ইয়াং-এ টেক্সটাইল কোম্পানি লি., আইএল কাওয়াং টেক্সটাইল কোম্পানি লি., সাইনেস্ট গ্রুপ অব কোম্পানিজ লি., সাইনেস্ট প্রিন্টিং এন্ড একসেসরীজ, তামিম ইন্টা. ট্রেডার্স লিমিটেড (সিএন্ডএফ) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালক মো. গোলাম নবী এফসিএ- জি. নবী এন্ড কোং এবং চার্টার্ড একাউন্ট্যান্ট এর ব্যবস্থাপনা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।