জয়পুরহাটে জাতীয় বীমা দিবস পালিত
ডেস্ক রিপোর্ট: বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথম জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে জয়পুরহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় স্থানীয় শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, উপজেলা ভূমি কর্মকর্তা রকিবুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নন্দলাল পার্শী, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পপুলার ডিপিএস প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলাম, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের লোকবীমা প্রকল্পের রিজিওনাল কো-অডিনেটর হারুন-অর- রশীদসহ স্থানীয় প্রশাসনের ও জেলার বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তাবৃন্দ। (সংবাদ বিজ্ঞপ্তি)