সাধারণ বীমার মূলতত্ত্ব বইয়ের মোড়ক উন্মোচন
ডেস্ক রিপোর্ট: রিপাবলিক ইন্স্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অবলিখক মো. মানসুর আলম সিকদারের লেখা ‘সাধারণ বীমার মূলতত্ত্ব’ বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন সম্প্রতি ঢাকা ক্লাবে বইটির মোড়ক উন্মোচন করেন। এসময় উপস্থিত ছিলেন বিআইএ’র ভাইস প্রেসিডেন্ট একেএম মনিরুল হকসহ বিভিন্ন নন-লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যন/ পরিচালক এবং মূখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ।
শেখ কবির হোসেন বলেন, সময়ের পরিবর্তনের সাথে সাথে সাধারণ বীমার নিয়ম কানুনেরও অনেক পরিবর্তন এসেছে। আবার প্রয়োজনের তাগিদে নতুন নতুন বীমা পলিসি করতে হচ্ছে। সেই সাধারণ বীমার নিয়ম কানুনের অনেক পরিবর্তনের প্রতি দৃষ্টি রেখে মানসুর আলম বইটি লিখেছে বলে আমি মনে করি। বইটি মূলত আমাদের দেশে ইন্স্যুরেন্স কোম্পানিতে যারা অবলিখনকারী, বীমা ব্যবসায় জড়িত, দেশের ব্যবসায়ি মহল, চাকুরিজীবী, ব্যাংকার, আইনের ছাত্র-ছাত্রী, বীমার ছাত্র-ছাত্রী এবং সচেতন নাগরিকদের জন্য অনেক উপকারে আসবে।
সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান বলেন, এই বইয়ের মধ্যে বীমা বিষয়ক অনেক গুরুত্বপর্ণ আলোচনা করা হয়েছে। এতে রয়েছে- নৌ-কার্গো, নৌ-হাল, অগ্নি, মটর, ইঞ্জিনিয়ারিং, এভিয়েশন, বিবিধ বীমা, সাধারণ বীমার এলিমেন্টস, পুনর্বীমা, হিসাব রক্ষণের নিয়মাবলি, সার্ভে ব্যবস্থা, বীমা বাজার, ক্লেইম প্রসিডিউর এবং লিগ্যাল প্রসিডিউর। সর্বশেষ তথ্য-উপাত্তের ভিত্তেতে বইটি রচনা করা হয়েছে। মানসুরের গ্রন্থটি অদূর ভবিষ্যতে বীমাশিল্প জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম হবে বলে আশা করছি।
এ কে আজিজুল হক চৌধুরী বলেন, আমি এই বইয়ের সমস্থ লাইন বাই লাইন পড়েছি। সামর্থ মত কারেকশনের চেষ্টা করেছি। বইটি অত্যন্ত যুগোপযোগী হয়েছে এতে কোন সন্দেহ নাই। তাই আপনারা যারা বীমা পেশায় আছেন সর্বস্তরের কর্মকর্তাদেরকে বইটি পড়ার জন্য পরামর্শ দিলাম। যদিও বীমার উপর মাতৃভাষায় বিভিন্ন বিষয়ের উপর সহজ করে বুঝিয়ে একটি পূর্ণাঙ্গ বই লেখা অত্যন্ত কঠিন কাজ, তবুও এই কঠিন কাজটি সম্পন্ন করেছেন এই বইয়ের লেখক।
বইয়ের লেখক মানসুর বলেন, আমি নিশ্চিত বলতে পারি এই বইটি যদি কেউ ভালোভাবে পড়ে, তাহলে অবশ্যই সে একজন চলার মত ভালো অবলিখক হবে তাতে কোন সন্দেহ নাই। এই বইটি চর্চার মাধ্যমে শুধু ভালো অবলিখক হবেন তাই নয় বরং তিনি বীমা পেশায় নিজেকে সুপ্রতিষ্ঠিত করতেও পারবেন। তবে বইটি কোন মহাপন্ডিতদের জন্য লেখা হয় নাই, সেটা বইয়ের নামকরণ থেকেই বুঝা যায়। বইটি পড়ে সাধারণত বীমা ব্যবসাতে নিযুক্ত উচ্চাভিলাষী তরুণ-তরুণীরা সাধারণ বীমার বিষয়বস্তুর উপর একটা সাধারণ জ্ঞানের অধিকারী হতে পারবে, যার ফলে বীমার বিষয়বস্তুর উপর জ্ঞানের পরিধি আরও বাড়বে। আমার উদ্দেশ্য শুধু তাদের পেশাগত জ্ঞানার্জনের দ্বার উন্মুক্ত করে দেয়া। (সংবাদ বিজ্ঞপ্তি)