বীমা মেলায় জেনিথ ইসলামী লাইফের স্টলে বিশিষ্টজনেরা
ডেস্ক রিপোর্ট: জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে আয়োজিত দিনব্যাপী বীমা মেলায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্টল পরিদর্শন করেছেন বীমাখাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিভিন্ন বীমা কোম্পানির চেয়ারম্যান, উপদেষ্টা ও মূখ্য নির্বাহী কর্মকর্তাসহ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য, পরিচালক এবং বীমা ভিত্তিক গণমাধ্যমের সম্পাদক বীমা কোম্পানিটির স্টল পরিদর্শন করেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত ১ মার্চ রোববার এ বীমা মেলা অনুষ্ঠিত হয়।
পরিদর্শকদের মধ্যে ছিলেন- ফারইস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, চার্টার্ড লাইফের চেয়ারম্যান উপাধ্যক্ষ আব্দুস সহিদ, সানলাইফের চেয়ারপারসন প্রফেসর রুবিনা হামিদ, রূপালী লাইফের চেয়ারম্যান মাহফুজুর রহমান মিতা, মার্কেন্টাইল ইসলামী লাইফের উপদেষ্টা কামাল উদ্দিন, আইডিআরএ’র সদস্য বোরহান উদ্দিন আহমেদ ও নির্বাহী পরিচালক ড. শেখ মহ. রেজাউল ইসলাম, সানলাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা একেএম শরীফুল ইসলাম, রূপালী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া, বায়রা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন ও ব্যাংক বীমা শিল্প ম্যাগাজিনের সম্পাদক মো. আবুল বাশার হাওলাদার।
বিশিষ্টজনদের স্টল পরিদর্শনের সময় জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামানসহ প্রতিষ্ঠানটির ডিএমডি (উন্নয়ন) সৈয়দ মাসকুরুল হক ও মো. সাইফুল ইসলাম, কোম্পানি সচিব আবদুর রহমান, এজিএম (গ্রুপ বীমা) মো. আনোয়ার হোসেন সরকার, ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন) আমেন খাতুন রোজী, অবলিখন ও কাস্টমার সার্ভিস অফিসার সুমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।