ইউনিক্লো সোস্যাল বিজনেস ও গার্ডিয়ান লাইফের মধ্যে গ্রুপ বীমা চুক্তি

ডেস্ক রিপোর্ট: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ইউনিক্লো সোস্যাল বিজনেস বাংলাদেশ লিমিটেড সম্প্রতি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে ইউনিক্লো সোস্যাল বিজনেস বাংলাদেশ লিমিটেড এর কর্মীগণ লাইফ কভারেজ এবং চিকিৎসা সুবিধা (আইপিডি, ওপিডি এবং প্রসূতি) উপভোগ করবেন। সমস্ত কর্মী এবং তাদের ওপর নির্ভরশীল পরিবারের অন্যান্য সদস্য এই চুক্তির আওতায় আসবে।

গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং ইউনিক্লো সোস্যাল বিজনেস এর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক তাদের কোম্পানির পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এ তথ্য জানিয়েছে।

গার্ডিয়ান লাইফ এর পক্ষ থেকে এসভিপি ও হেড অফ কর্পোরেট সেলস মাহমুদ আফসার ইবনে হোসেন, সিনিয়র অফিসার মাহবুব মোর্শেদ নাঈম এবং করপোরেট সেলস অফিসার মির্জা রাশেদ নেওয়াজ এবং ইউনিক্লো সোস্যাল বিজনেস এর পক্ষ থেকে ম্যানেজার (অ্যাকাউন্টস, ফিনান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) মোহাম্মদ কাওসার কামরুল হাসান, সহকারী ব্যবস্থাপক (এইচআর)শামীম রেজা শুভ এবং সিনিয়র এক্সিকিউটিভ (এইচআর) শাফাত রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।