নিটল ইন্স্যুরেন্সে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
ডেস্ক রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ১৭ মার্চ রাজধানীর গুলশানে কোম্পানির প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবনীর ওপর সংক্ষিপ্ত আলোচনা ও বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। কোম্পানির চেয়ারম্যান, মূখ্য নির্বাহী কর্মকর্তা এবং প্রধান কার্যালয় ও ঢাকাস্থ সকল শাখার কর্মকর্তা ও কর্মচারী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উল্লেখ্য, ১৭ মার্চ নিটল ইন্স্যুরেন্স কোম্পানির ঢাকার বাহিরের সকল শাখায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। (সংবাদ বিজ্ঞপ্তি)