‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু করেছে গার্ডিয়ান লাইফ
ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু করেছে বেসরকারি বীমা প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স। এর ফলে কোম্পানিটির ৫০ শতাংশ কর্মী রোটেশনের ভিত্তিতে বাড়ি থেকে কাজ করার সুযোগ পাচ্ছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স জানিয়েছে, যেকোন প্রতিষ্ঠানের সমৃদ্ধি লাভের জন্য এর কর্মীরাই মূল চালিকাশক্তি। বর্তমান দুর্যোগময় পরিস্থিতিতে, কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা যেকোন প্রতিষ্ঠানের জন্য অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে।
এই প্রেক্ষিতে কর্মীদের নিরাপত্তা এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে রোটেশনের ভিত্তিতে ৫০ ভাগ কর্মীর জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করা হয়েছে। বীমা শিল্পে গার্ডিয়ান লাইফই সর্বপ্রথম এমন দৃষ্টান্ত স্থাপন করল। তাছাড়াও গার্ডিয়ান লাইফের অফিসে প্রতিটি কর্মীর হেলথ স্ক্রিনিং ও চেকিং এবং বাড়তি পরিষ্কার পরিচ্ছন্নতা পদক্ষেপ নিশ্চিত করা হয়েছে।