স্বাস্থ্যখাতের সম্মুখযোদ্ধাদের প্রতি গার্ডিয়ান লাইফের শ্রদ্ধা
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্যখাতের সম্মুখযোদ্ধা হিসেবে পরিচিত ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছে বেসরকারি বীমা প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স। তাদের অবদানের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এবং সার্বিক অনুপ্রেরণা যোগাতে স্বাস্থ্যকর্মীদের উৎসর্গ করে একটি বিশেষ ভিডিও গান নির্মাণ করেছে বীমা কোম্পানিটি।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গার্ডিয়ান লাইফ উল্লেখ করেছে, সারা পৃথিবীর মতো আমাদের প্রিয় বাংলাদেশও করোনা ভাইরাসের ভয়াল ছোবলে জর্জরিত। কোভিড-১৯ এর চরম এই দুঃসময়ে নিজের জীবন বাজি রেখে নানা পেশার মানুষ পরম যত্নে দেশটাকে আগলে রাখছেন।
তাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা নিয়মিতভাবে আমাদের সেবা দিয়ে যাচ্ছেন এবং জীবন বাঁচিয়ে চলেছেন । সময়ের শ্রেষ্ঠ যোদ্ধা তারাই। তাদের কাছ থেকে আমরা নিচ্ছি কাজের প্রতি নিষ্ঠা, সততা আর আন্তরিকতার শিক্ষা। আর তাদের এই যুদ্ধকে সফল করতে আমাদের মেনে চলতে হবে সকল স্বাস্থ্য নীতিমালা এবং কঠোর সামাজিক দূরত্ব।
সময়ের শ্রেষ্ঠ যোদ্ধাদের মহান অবদানের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এবং সার্বিক অনুপ্রেরণা যোগাতে গার্ডিয়ান লাইফ সকল স্বাস্থ্যকর্মীদের উৎসর্গ করে নির্মাণ করেছে একটি বিশেষ ভিডিও গান।
গানটিতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, পিন্টু ঘোষ, সুকন্যা মজুমদার ঘোষ এবং রোকন ইমন। গানটির কথা লিখেছেন আলামিন মোহাম্মদ, সুর করেছেন পিন্টু ঘোষ, গীটার বাজিয়েছেন শুভ এবং মিক্স মাষ্টার করেছেন রোকন ইমন।
দেশের দ্রুততম বর্ধনশীল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে গার্ডিয়ান লাইফ সবসময়ই তাদের সামাজিক দায়বদ্ধতার জায়গায় সোচ্চার ছিলো এবং ভবিষ্যতেও থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেসরকারি এ বীমা প্রতিষ্ঠান।
গানের ইউটিউব লিংক: