জেনিথ লাইফের ইসি চেয়ারম্যান আলী আজীম খানের মায়ের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নির্বাহী কমিটি (ইসি)’র চেয়ারম্যান মো. আলী আজীম খানের মা চানবরু বেগম মৃত্যুবরণ করেছেন। গতকাল শনিবার রাত আনুমানিক ১১টায় বার্ধক্যজনিত কারণে বরিশালের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন) ।
মৃত্যুকালে চানবরু বেগমের বয়স হয়েছিল ৯০ বছর। আজ রোববার সকাল সাড়ে ৭টায় জানাজা শেষে মরহুমাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৫ মেয়ে, ছেলের বউ, মেয়ের জামাই, নাতি, নাতনি, আত্বীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, তিনি জেনিথ লাইফের পরিচালক মিসেস সৈয়দা নাসরিন আজীম এর শাশুড়ী।
মরহুমার মৃত্যুতে জেনিথ ইসলামী লাইফের পরিচালনা পর্ষদ এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে এবং মহান আল্লাহ তায়ালার নিকট মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করছে। একইসাথে মরহুমার পরিবারের সকলকে এ শোক সইবার শক্তি দান করুন এ দোয়া করছে। (সংবাদ বিজ্ঞপ্তি)