দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বার্ষিক শাখা প্রধান সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী নন লাইফ বীমা কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্সের গতকাল ২৯ এপ্রিল শনিবার  “বার্ষিক শাখা প্রধান সম্মেলন ২০১৭” অনিষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার বনানী ক্লাব লিমিটেডে সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
সম্মেলনে কোম্পানীর ২০১৬ সালের ব্যবসায়ীক কার্যক্রম পর্যালোচনা, কোম্পানীর উন্নয়ন এবং ২০১৭ সালের ব্যবসায়ীক লক্ষ্যমাত্রা নির্ধারণ ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়া বিগত বছরের সফল শাখাগুলোকে পুরষ্কৃত করা হয় উক্ত অনুষ্ঠানে।
কোম্পানীর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সম্মেলনে উপস্থিত ছিলেন মাননীয় চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন। অন্যান্য পরিচালক পর্ষদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় পরিচালক ও চেয়ারম্যান (নির্বাহী কমিটি) জনাব শাকিফ নাজরান ভ‚ইঁয়া, মাননীয় পরিচালক ও চেয়ারম্যান (দাবী কমিটি) জনাব আমিনুর রহমান, মাননীয় পরিচালক ও চেয়ারম্যান (অডিট কমিটি) মিসেস রোকেয়া কাদের, মূখ্য নির্বাহী কর্মকর্তা জনাব কাজী মোকাররাম দাস্তগীর। এছাড়াও বিভিন্ন শাখা থেকে আগত শাখা প্রধানগণ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ সম্মেলনে উপস্থিত ছিলেন।