জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পপুলার লাইফের আলোচনা সভা
ডেস্ক রিপোর্ট: পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কোম্পানির সেমিনার কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিট এ তথ্য জানিয়েছে।
কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক যুগ্ম সচিব ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট মো. আনিস উদ্দিন মিঞা, সাবেক প্রধান বীমা নিয়ন্ত্রক (ইনচার্জ) ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট রায় দেবদাস, কোম্পানির আইন উপদেষ্টা ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর এ্যাডভোকেট মোহাম্মদ আলী, কোম্পানির মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান ইমন ও কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।