নাভানা গ্রুপ ও গার্ডিয়ান লাইফের মধ্যে গ্রুপ বীমা চুক্তি

ডেস্ক রিপোর্ট: নাভানা গ্রুপ এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সম্প্রতি একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে নাভানা গ্রুপের সমস্ত কর্মচারী লাইফ বীমা সুবিধা উপভোগ করবেন। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং নাভানা গ্রুপের চিফ হিউম্যান রিসোর্স অফিসার ইমরান বিন ফেরদৌস তাদের কোম্পানির পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেছেন।  

গার্ডিয়ান লাইফের হেড অফ সিআরএম ইফতেখার আহমেদ, এভিপি (করপোরেট সেলস) মো. আবু হানিফ, এক্সিকিউটিভ অফিসার কামরান হাসান মজুমদার, সিনিয়র অফিসার মাহবুব মোর্শেদ নাঈম এবং নাভানা গ্রুপের কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ জামান খান এসিএস; ম্যানেজার (করপোরেট এইচআর ও অ্যাডমিন) জিশান আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর) মো. আশরাফউদ্দিন, এক্সিকিউটিভ (এইচআর) তাহসিনা তাজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)