কক্সবাজারে জেনিথ ইসলামী লাইফের বর্ষ সমাপনী উন্নয়ন সভা

ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাভার ও টঙ্গী এজেন্সি অফিসের কর্মকর্তা ও কর্মীদের নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে বর্ষ সমাপনী উন্নয়ন সভা- ২০২০ অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গত সোমবার এই সভা অনুষ্ঠিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বীমা কোম্পানিটি।

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মুকুল গাজী (নিরব)’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান খান (রিপন), স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. মনিরুজ্জামান মনির এবং সাভার এজেন্সির ব্রাঞ্চ ম্যানেজার মো. আল আমিন।