মাগুরায় জেনিথ ইসলামী লাইফের উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মাগুরা সার্ভিস সেন্টারে উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
প্রকল্প পরিচালক মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ডিএমডি মো. জাহাঙ্গীর আলম, পিডি মো. ইব্রাহিম খান টুলু, মো. সফিকুর রহমান, ইভিপি আনিসুর রহমান ও ভিপি আবু হাসান হাবিব সিদ্দিকী। মাগুরা ও ঝিনাইদহ জেলার উন্নয়ন কর্মকর্তারাও এতে অংশ নেন।
অনুষ্ঠানে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান আগামী দিনগুলোতে লক্ষ্যমাত্রা অর্জনে কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিশেষে জুলাই মাসের ব্যবসা সফল কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেনিথ ইসলামী লাইফ এ তথ্য জানিয়েছে।