কুয়াকাটায় জেনিথ ইসলামী লাইফের উন্নয়ন সম্মেলন
ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সংগঠন-৮ এর বাছাইকৃত কর্মকর্তাদের নিয়ে কুয়াকাটায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
বরিশাল সার্ভিস সেন্টার ইনচার্জ মো. মোশাররফ হোসেন মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জিএম মুহাম্মদ কামরুল ইসলাম ও সংগঠন-৮ এর উর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তাবৃন্দ।
উন্নয়ন সম্মেলনে অংশ গ্রহণ করেন সংগঠন-৮ বাছাইকৃত প্রায় অর্ধশত উন্নয়ন কর্মকর্তা। সম্মেলনে প্রধান অতিথি সকলকে স্ব স্ব লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। (সংবাদ বিজ্ঞপ্তি)