রূপালী লাইফ ও নগদ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক: রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং নগদ এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সম্প্রতি রাজধানীর কাকরাইলে বীমা কোম্পানিটির প্রধান কার্যালয়ে স্মারক স্বাক্ষর করা হয়। এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে রূপালী লাইফের গ্রাহকগণ নগদ এর বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে রূপালী লাইফের কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া, এএমডি ও সিএফও মোহাম্মদ শিব্বির হোসেন এফসিএ, এসইভিপি (আইটি) মুহাম্মদ ওমর ফারুক সোহেল ও এসভিপি (অর্থ ও হিসাব) মো. মাসুদ করিম এবং নগদ এর চিফ মার্কেটিং অফিসার শেখ আমিনুর রহমান, হেড অফ বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু, হেড অব ইন্স্যুরেন্স সেগমেন্ট মো. বায়েজীদ, কী অ্যাকাউন্ট ম্যানেজার তাপস আহমেদ উপস্থিত ছিলেন।