গার্ডিয়ান লাইফ রিটেইল বিক্রয় কৌশল সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র সেলস ম্যানেজারদের নিয়ে দিনব্যাপী স্ট্র্যাটেজিক প্ল্যানিং সেশন আয়োজন করে কোম্পানিটি। সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে এই সম্মেলন আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গার্ডিয়ান লাইফ এ তথ্য জানিয়েছে।

রিটেইল বিক্রয় কৌশল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম এফসিএ। অনুষ্ঠান পরিচালনা করেন হেড অব রিটেইল বিজনেস মাহমুদুর রহমান খান।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম বলেন, গার্ডিয়ান লাইফের প্রধান পৃষ্ঠপোষক এপেক্স, ব্র্যাক এবং স্কয়ার তাদের নিজ নিজ ক্ষেত্রে সু-প্রতিষ্ঠিত। শুধু তাই নয়, সেরা গ্রাহক সেবা ও সেলসের মান নিশ্চিত করে টেকসই ব্যবসা বৃদ্ধির ক্ষেত্রেও তাদের দেখানো পথ এবং নীতি অনুসারে আমাদের সকল পরিকল্পনা বাস্তবায়ন করা উচিত।

রিটেইল বিক্রয় কৌশল সম্মেলনে কাস্টমার ফার্স্ট এবং কোয়ালিটি সেলস এই দুই প্রধান নীতিকে সামনে রেখে নানা পদক্ষেপ ও কৌশল সমূহ উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে ২০২১ সালের সেরা পারফর্মারদের পুরষ্কৃত করা হয়।