মেঘনা লাইফের ৪ দিনব্যাপী ‘কক্সবাজার সম্মেলন ২০২২’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৪ দিনব্যাপী ‘কক্সবাজার সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী বীমা (তাকাফুল) ডিভিশনের জোন ইনচার্জদের নিয়ে শুক্রবার হোটেল লং বীচে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেঘনা লাইফ।
মেঘনা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এন. সি. রুদ্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ডিএমডি এন্ড সিএফও মোহাম্মদ তারেক এফসিএ, ডিএমডি মো. আবুল বাসার, ডিএমডি কে.এম. রকিবুল হাসান সুমন, ডিএমডি ও ইসলামী বীমা (তাকাফুল) ডিভিশন প্রধান সৈয়দ আব্দুল মতিন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ সিদ্দিকী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিঞা মো. মশিউর রহমান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন এএমডি (উন্নয়ন) মো. ইব্রাহিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন) মো. আব্দুল আউয়াল এবং ইসলামী বীমা (তাকাফুল) ডিভিশনের কক্সবাজার ভ্রমন প্রতিযোগিতায় উত্তীর্ন জোন ইনচার্জবৃন্দ।