মাগুরায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর
সংবাদ বিজ্ঞপ্তি: মাগুরা জেলার গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সম্প্রতি জেলার শেখ কামাল ইনডোর স্টেডিয়ামের হল রুমে এই চেক হস্তান্ত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন ও মো. হাবিবুর রহমান, ডিএমডি কামাল হোসেন মহসিন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিনিয়র জিএম মো. সাইফুল ইসলাম রুবেল ও কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র জিএম শোয়েব আহমেদ দেওয়ান।