গ্রুপ বীমা দাবির ১০ লাখ টাকার চেক হস্তান্তর করল জেনিথ ইসলামী লাইফ
সংবাদ বিজ্ঞপ্তি: শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের কর্মকর্তা মরহুম মো. মোক্তার হোসেনের গ্রুপ বীমা দাবির ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
বুধবার (১৫ জুন) রাজধানীর পল্টনে ইআরএফ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ।
বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে শাহজীবাজার পাওয়ারের পক্ষে চেক গ্রহণ করেন মোজাহিদুল ইসলাম, এক্সিকিউটিভ (এইচআর) ।
মরহুম মোক্তার হোসেন দুর্ঘটনায় মৃত্যুবরণ করায় চুক্তি মোতাবেক বীমা দাবির দ্বিগুণ অংক পরিশোধ করে জেনিথ লাইফ।