গ্রুপ বীমা দাবির ২ লাখ টাকা পরিশোধ করেছে জেনিথ লাইফ
সংবাদ বিজ্ঞপ্তি: গ্লোবাল হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট সোসাইটির গ্রুপ বীমা দাবির দুই লাখ টাকা পরিশোধ করেছে জেনিথ ইসলামী লাইফ। বৃহস্পতিবার (৭ জুলাই) কোম্পানির প্রধান কার্যালয়ে এই বীমা দাবি পরিশোধ করে জেনিথ ইসলামী লাইফ।
গ্লোবাল হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট সোসাইটির সদস্য কচি আহমেদের মৃত্যুতে গ্রুপ বীমা দাবির চেক সংস্থাটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী পরিচালক মির্জা আবদুল কাদেরের নিকট হস্তান্তর করেন জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের কোম্পানি সচিব আবদুর রহমান ও ভিপি (উন্নয়ন প্রশাসন) মো. নিজাম উদ্দিন।