জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের দোয়া মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কোম্পানির পরিচালক মিসেস নুসরাত জাহান তানিয়া, মো. আশিক হোসেন, মূখ্য উপদেষ্টা আলহাজ্জ মো. আনোয়ার হোসেন, কন্সালট্যান্ট মো. আনিছুর রহমান, কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা মীর নাজিম উদ্দিন আহমেদ, কোম্পানির সচিব মো. আখতারুজ্জামান সহ কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিশেষে বঙ্গবন্ধু ও তার পরিবার সহ এ নৃশংস ও মর্মান্তিক ঘটনায় শাহাদতবরণকারী সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজত করা হয়।