মৌলভীবাজারে পদ্মা ইসলামী লাইফের ৫১ লাখ টাকার বীমা দাবি পরিশোধ
সংবাদ বিজ্ঞপ্তি: মৌলভীবাজার ও কুলাউড়ায় গ্রাহকের ৫১ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। সম্প্রতি কুলাউড়া ও মৌলভীবাজার জোনাল হেডকোয়ার্টারে কোম্পানির পৃথক দুটি উন্নয়ন সভায় এ বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।
মৌলভীবাজার জোনাল হেডকোয়াটারের ইনচার্জ মুহিবউর রহমান ও কুলাউড়া অফিসের ইনচার্জ জালালউদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চীফ কনসেন্ট্রেন্ট হেমায়েত উল্লাহ।
অনুষ্ঠানে কুলাউড়া ও মৌলভীবাজার জোনাল হেডকোয়ার্টারের শতাধিক কর্মকর্তা ও উন্নয়ন কর্মী অংশগ্রহণ করেন।