ফারইস্ট ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) কোম্পানির প্রধান কার্যালয়ে ফারইস্ট টাওয়ারের রজনীগন্ধ্যা অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ কবির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ড. মো. ইব্রাহীম হোসেন খান এবং কোম্পানির পরিচালক মো. জহুরুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কনসালটেন্ট ড. মো. ফয়জুর রহমান ফারুকী, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন) সামিরা ইউনুস এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সকল ডিভিশনাল ও সার্ভিস সেন্টার ইনচার্জগন।