সন্ধানী লাইফের চট্টগ্রাম জোনাল সম্মেলন অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি: সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চট্টগ্রাম জোনাল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ ডিসেম্বর) চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে এ সম্মেলন আয়োজন করা হয়।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মুজিবুল ইসলাম পান্না।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ ইদ্রিস মিয়া তালুকদার, চট্টগ্রাম জোনের জিএমগণ সহ সকল অফিসের ইনচার্জ ও উন্নয়ন কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে কোম্পানির চেয়ারম্যান সফল উন্নয়ন কর্মকর্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ও বর্ষ সমাপনী সফল ভাবে সম্পন্ন করার বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।