জেনিথ লাইফের বাড্ডা সার্ভিস সেন্টারে বর্ষ সমাপনী উন্নয়ন সভা
সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বাড্ডা মডেল সার্ভিস সেন্টারের বর্ষ সমাপনী ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ঢাকার বনশ্রীতে একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
কোম্পানিটির সংগঠন ১০ ও ২৩ এর প্রধান সিনিয়র জিএম মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ভিপি ও উন্নয়ন প্রশাসন বিভাগের ইনচার্জ মো. নিজাম উদ্দিন; রুপা নাসির এজেন্সির ডিজিএম রুপা নাসির; বনি আমিন এজেন্সির ইনচার্জ ডিজিএম বনি আমিন হাওলাদার; জিএম মো. জাহাঙ্গীর আলম; জিএম মো. এইচএম আলাউদ্দিন; আবু জাফর এজেন্সির ইনচার্জ জিএম মো. আবু জাফর।
সভায় ২০২২ সালে সংগঠন ১০ এ সর্বোচ্চ প্রথম বর্ষ ও নবায়ন প্রিমিয়াম অর্জন করায় এজিএম ইয়ারুন নেছা, ডিজিএম বনি আমিন হাওলাদার এবং জি এম মো. আবু জাফরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।সভায় সংগঠন ১০ ও ২৩ এর ঢাকা বিভাগের অর্ধশতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান কোম্পানির উপস্থিত কর্মকর্তাগণকে বছরের বাকী সময়ে তাদের বার্ষিক লক্ষ্যমাত্রার পূরণের জন্য পরামর্শ এবং তাগিদ প্রদান করেন।