করপোরেট সুশাসনে ন্যাশনাল লাইফের আইসিএসবি অ্যাওয়ার্ড অর্জন

সংবাদ বিজ্ঞপ্তি: দেশের শীর্ষতম লাইফ বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ৯ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২১ অর্জন করেছে। করপোরেট সুশাসন, ব্যবসায়িক অগ্রগতি ও সাফল্যের জন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

শনিবার (১৭ ডিসেম্বর) হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন।

অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এমপি, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে ব্যাংক বীমাসহ দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কর্ণধররা উপস্থিত ছিলেন।