ডেলটা লাইফের জাতীয় বীমা দিবস উদযাপন

 

সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশের বেসরকারী খাতের শীর্ষ স্থানীয় লাইফ বীমা প্রতিষ্ঠান ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড জাতীয় বীমা দিবস উদযাপন করে।

বুধবার (১ মার্চ) জাতীয় বীমা দিবস উপলক্ষে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়সহ সারাদেশের সকল কার্যালয় দিবসটি উদযাপন করা হয়।

দিবসটির উদযাপনের উপলক্ষে ঘোষিত সেবাপক্ষের প্রথম দিনেই সারাদেশে প্রায় ১৪০০ জন গ্রাহক/মনোনীতদের নিকট প্রায় ৭ কোটি টাকা দাবী পরিশোধ করে ডেলটা লাইফ।

এছাড়াও, ডেলটা লাইফ টাওয়ার গুলশানসহ সকল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নিজ নিজ কার্যালয়ের সামনে ব্যানার, ফেস্টুন সহকারে অবস্থান কর্মসূচী পালনসহ জেলা ও উপজেলা শহরে র‌্যালী ও স্থানীয় প্রশাসনের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বীমা দিবসের এবারের প্রতিপ্রাদ্য বিষয় “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ”।

উল্লেখ্য যে, এ বছর খ-শ্রেণি থেকে ক-শ্রেণীতে দিবসটি উন্নীত হয়।