জেনিথ ইসলামী লাইফের এফএ’দের নৌ-বিহার ৪ মার্চ
সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাছাইকৃত ছয়শত এফএদের নিয়ে নৌ-বিহার আয়োজন করা হবে। এফএদের কাজের উৎসাহ উদ্দীপনার জন্য আয়োজন করবে জেনিথ লাইফ।
আগামী ০৪ মার্চ (শনিবার) সদর ঘাট থেকে এমবি ইয়াদ-১ এর মাধ্যমে ঢাকা টু চাঁদপুর উদ্দেশ্য যাত্রা শুরু করবে।
নৌ-বিহারে সভাপতিত্ব করবেন সিনিয়র জিএম সৈয়দ মাসকুরুল হক, যৌথভাবে সঞ্চলনা করবেন ডিভিপি ও গ্রুপ ইনচার্জ মো. আনোয়ার হোসেন সরকার, ডিজিএম (উন্নয়ন) মো. ইবাদুল ইসলাম, এজিএম (উন্নয়ন) একে এম নেয়ামত উল্লাহ বাবু।
প্রধান অতিথি থাকবেন ইনস্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি থাকবেন ইডিপি আবদুর রহমান এবং কোম্পানি সচিব মো. নিজাম উদ্দীন।
এছাড়াও বীমা পেশার গুরুত্ব এবং মোটিভেশন প্রশিক্ষক আলামিন মোহাম্মদ, সেলস এন্ড সফট্ স্কিল প্রশিক্ষকসহ প্রমুখ উপস্থিত থাকবেন। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে , যোগ্যতা অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ ও র্যাফেল-ড্র।
নৌ-বিহারে সারাদেশ থেকে বাছাইকৃত ৬০০ জন এফএসহ প্রায় ৮০০ জন উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহন করবেন। এ ছাড়া প্রধান কার্যালয়ের বিভাগীয় ও জিএম (উন্নয়ন) গণ উপস্থিত থাকবেন।