জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও সেলস মোটিভ প্রশিক্ষণ
সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবসা উন্নয়ন সভা ও সেলস মোটিভ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) রাজধানী ঢাকার মতিঝিলে টেরাস-২১ এর হলরুমে এ সভা আয়োজন করা হয়।
মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ।
অনুষ্ঠানে সংগঠন প্রধানগণ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ ছাড়াও সারাদেশ থেকে শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ প্রদান করেন পাওয়ার ট্রেইনার ইন করপোরেট ট্রেনিং ফখরুদ্দিন আসিফ।
অনুষ্ঠানে ২০২২ সালের ব্যবসা সফল কর্মকর্তাদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি এ টি এম এনায়েত উল্লাহ। এছাড়া ফেব্রুয়ারি-২০২৩ মাসের ব্যবসা সফল কর্মকর্তাদেরও পুরস্কার প্রদান করা হয়।
সভায় অংশ নেয়া সকলকে মার্চ মাসের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।