গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের নতুন ২টি অফিস উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি: ফরিদপুরে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের রিটেইল ডিপার্টমেন্টের নতুন ২টি অফিস উদ্বোধন করা হয়। রোববার (১৯ মার্চ) ফরিদপুরে ৭৩তম এবং ৭৪তম রিটেইল অফিস উদ্বোধন করা হয়।
উদ্বোধন করা নতুন ২টি অফিসের মধ্যে ১টি ফরিদপুর রিজিওনাল অফিস, যার ঠিকানা চন্দ্র কান্ত রোড, পুরাতন বাসস্ট্যান্ড, ফরিদপুর এবং অন্যটি ফরিদপুর এরিয়া অফিস, যার ঠিকানা এম, আর প্লাজা, জান্নাত মোড়, মুজিব সড়ক, ফরিদপুর ।
ফরিদপুরে রিজিওনাল এবং এরিয়া অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের এসইভিপি ও হেড অফ রিটেইল বিজনেস মাহমুদুর রহমান খান, এসভিপি ও হেড অফ ব্রাঞ্চ সার্ভিস ডিপার্টমেন্ট মো. আমিনুল ইসলাম, ঢাকা সেন্ট্রালের রিজিওনাল বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আনোয়ার হোসেন এবং ফরিদপুরের রিজিওনাল বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ আব্দুল মোতালেব।
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এই অফিস দুটির মাধ্যমে বৃহত্তর ফরিদপুর জেলার গ্রাহকদের বীমা সংক্রান্ত সকল সেবা প্রদান করা হবে ।