বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজারে আস্থা লাইফের বার্ষিক সম্মেলন

সংবাদ বিজ্ঞপ্তি: বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার (১৯ মে) কক্সবাজারের স্বপ্নীল সিন্ধু হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।

আস্থা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার শফিক, এনডিসি, পিএসসি, এমফিল, পিএইচডি (অব.) সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কক্সবাজার চেম্বার অফ কমার্স সভাপতি, হোটেল মালিক সমিতির সভাপতি, প্রেস ক্লাব সভাপতি, বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিক, বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দেশের বিভিন্ন প্রান্তে আস্থা লাইফ ইন্স্যুরেন্সে কর্মরত ব্যবসায়িক উন্নয়ন কর্মকর্তাগণ অনুষ্ঠানটিতে যোগদান করেন এবং তাদের সক্রিয় অংশগ্রহণ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য প্রদান, পারস্পারিক মতবিনিময় সভা, পুরস্কার বিতরণ ও স্বনামধন্য শিল্পীদের সংগীত পরিবেশন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।