আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন গিয়াস উদ্দীন
সংবাদ বিজ্ঞপ্তি: রোটারি ইন্টারন্যাশনাল কনভেনশন- ২০২৩ এ অংশগ্রহণের জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন। সোমবার (২২ আগস্ট) রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে আগামী ২৭ থেকে ৩১ মে এবারের কনভেনশন অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রোটারির মাধ্যমে সামাজিক কাজে অবদান রাখা সদস্যরা এই কনভেনশনে অংশ নেবেন।
মোহাম্মদ গিয়াস উদ্দীন রোটারি ক্লাব অব মতিঝিলের প্রেসিডেন্ট হিসেবে এই কনভেনশন আমন্ত্রণ পেয়েছেন।
দীর্ঘদিন ধরে বিশ্বের স্বনামধন্য সামাজিক সংগঠন রোটারি ক্লাবের সাথে জড়িত আছেন মোহাম্মদ গিয়াস উদ্দীন। ২০২২-২০২৩ বর্ষে তিনি রোটারি ক্লাব অব মতিঝিলের প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন।
তিনি রোটারি ক্লাব অব মতিঝিলের মাধ্যমে অসংখ্যা অসহায় মানুষের চোখের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য, বিভিন্ন ছাত্র-ছাত্রীর জন্য স্কলারশিপ এবং চিকিৎসা ব্যবস্থা করা, বন্যার্তদের জন্য খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচীসহ অসংখ্য সামাজিক কাজ সম্পাদন করেছেন ।