বেঙ্গল ইসলামি লাইফ ও স্টিবো ডিএক্স'র সাথে গোষ্ঠী তাকাফুল চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তি: বেঙ্গল ইসলামি লাইফ এবং বহুজাতিক তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান স্টিবো ডিএক্স'র সাথে ইসলামি শরি’আহ্ ভিত্তিক গোষ্ঠী তাকাফুল চুক্তি স্বাক্ষরিত হয়। বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকাস্থ বেঙ্গল ইসলামি লাইফের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই গোষ্ঠী তাকাফুল চুক্তির আওতায় বেঙ্গল ইসলামি লাইফ স্টিবো ডিএক্স'র কর্মরত কর্মকর্তাদের শরি’আহ নিরিখে গোষ্ঠী জীবন এবং স্বাস্থ্য তাকাফুল সুবিধা প্রদান করবে। বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং স্টিবো ডিএক্স'র ব্যবস্থাপনা পরিচালক সাদিয়া কামাল স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির, করপোরেট ব্যবসা বিভাগের প্রধান মো. মাজহারুল ইসলাম রানা, দাবি বিভাগের প্রধান মো. আনিসুর রহমান সুমন ও স্টিবো ডিএক্সের ব্যবস্থাপক (একাউন্টস্ এন্ড এডমিন) মো. আমিরুল ইসলাম এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. কাদের কিবরিয়া প্রমুখ।

 (1).gif)


