জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মেঘনা লাইফে আলোচনা ও দোয়া মাহফিল
সংবাদ বিজ্ঞপ্তি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) কোম্পানির অডিটোরিয়ামে এই সভা আয়োজন করা হয়।
আলোচনা সভায় অংশ নিয়ে কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ জাতীর জনককে যেভাবে দেখেছেন তা নিয়ে স্মৃতি রোমন্থন করেন। এ সময় আলোচনা সভায় নিস্তব্ধতা নেমে আসে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তারেক এফসিএ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন) মিঞা মো. মশিউর রহমান। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এন সি রুদ্র।