আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড গোল্ড অর্জন করলো ন্যাশনাল লাইফ

সংবাদ বিজ্ঞপ্তি: দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড গোল্ড অর্জন করেছে। ৭ নভেম্বর (মঙ্গলবার) রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী এমপি ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাসের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন।

২০২২ সালের করপোরেট গভর্ন্যান্স, ট্রান্সপারেন্সি ও জাতীয় অর্থনীতিতে অবদানের স্বীকৃতি স্বরূপ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সকে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ- আইসিএমএবি এই অ্যাওয়ার্ড প্রদান করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত- উল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. হামিদ উল্যাহ ভূঁইয়া। আইসিএমএবি দেশের পাবলিক ও প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোর মধ্যে ৫২ প্রতিষ্ঠানকে এ বছর বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড- ২০২২ প্রদান করে।