মোরশেদ আলম এমপিকে ন্যাশনাল লাইফের সংবর্ধনা
সংবাদ বিজ্ঞপ্তি: দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শিল্পপতি আলহাজ্ব মোরশেদ আলমকে সংবর্ধনা জানিয়েছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আজ ১০ জানুয়ারি প্রধান কার্যালয়ে কোম্পানির সকল স্তরের কর্মকর্তা তাকে সংবর্ধনা প্রদান করে।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ সহ উর্ধ্বতন নির্বাহীবৃন্দ মোরশেদ আলমের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন। এসময় কর্মকর্তারা করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানায়। ন্যাশনাল লাইফের চেয়ারম্যান মোরশেদ আলম তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।