স্বাস্থ্য বীমা দাবির চেক হস্তান্তর করলো জেনিথ ইসলামী লাইফ
সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গ্রুপ স্বাস্থ্য বীমা দাবির ২টি চেক হস্তান্তর করেছে। বৃহস্পতিবার (২ মে) কোম্পানির প্রধান কার্যালয়ে এই চেক হস্তান্তর করা হয়।
প্রশাসন বিভাগে কর্মরত নির্বাহী কর্মকর্তা মো. তাওহীদ উদ্দিন এবং রি-ইন্স্যুরেন্স বিভাগে কর্মরত নির্বাহী কর্মকর্তা মো. শরীফুজ্জামানের হাতে বীমা দাবির চেক দুটি হস্তান্তর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন উন্নয়ন প্রশাসন বিভাগের ভিপি ও ইনচার্জ মো. নিজাম উদ্দীন ও গ্রুপ বীমা বিভাগের কর্মকর্তা মো. নাদিম হাসান।