পপুলার লাইফ ও এক্সিম ব্যাংকের মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি: ব্যাংকের মাধ্যমে বীমা গ্রাহকদের বীমা সেবা দিতে সম্প্রতি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং এক্সিম ব্যাংকের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী এবং এক্সিম ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসাইন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পপুলার লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সাবেক সচিব ও কোম্পানির চীফ কনসালট্যান্ট আবদুল্লাহ হারুন পাশা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নন্দন ভট্টাচার্য ও মোস্তফা হেলাল কবির, সিএফও শেখ মোহাম্মদ আরাফিন কাদের;
এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবির ও শাহ মো. আবদুল বারী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জসিম উদ্দিন ভূইয়া, মাকছুদা খানম ও মো. মইবুল ইসলাম এবং পপুলার লাইফের সিনিয়র ডিএমডি আলমগীর ফিরোজ রানা প্রমুখ।