নেত্রকোনায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর

সংবাদ বিজ্ঞপ্তি: পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নেত্রকোনা অঞ্চলের উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ মে) নেত্রকোনা প্রেসক্লাব মিলনায়তনে এ ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আল আমিন বীমা প্রকল্পের ডিজিএম ও ইনচার্জ সবুজ মিয়ার সভাপতিত্বে মেয়াদ উত্তীর্ণ বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফের জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান সিকদার, পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক আবু মঈদ শাহীন।

এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আল আমিন বীমা প্রকল্পের মহা ব্যবস্থাপক ও জেলা সমন্বয়কারী শাকিল মাহমুদ, জনপ্রিয় বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ রাশেদুল হক, পপুলার ডিপিএস প্রকল্পের মহা-ব্যবস্থাপক (উন্নয়ন) হাফিজুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভার শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমা দাবির চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।