চার্টার্ড লাইফ এবং সিটি ব্যাংকের মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষর
সংবাদ বিজ্ঞপ্তি: চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সিটি ব্যাংক পিএলসির মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চার্টার্ড লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক, এফএলএমআই এবং সিটি ব্যাংক পিএলসির এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এন্ড চীফ বিজনেস অফিসার শেখ মোহাম্মদ মারুফ সম্প্রতি স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
এছাড়াও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গ্রাহকগণ এখন থেকে সিটি ব্যাংক পিএলসির যেকোন শাখা থেকে তাদের প্রিমিয়ামের টাকা পিলিসি অথবা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে জমা দিতে পারবেন।