ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিশেষ ছাড় পাবেন মেটলাইফের গ্রাহকরা
সংবাদ বিজ্ঞপ্তি: ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলের সাথে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে মেটলাইফ বাংলাদেশ। এর ফলে মেটলাইফের গ্রাহকরা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে রেস্টুরেন্টে খাওয়া, হেলথ ক্লাব মেম্বারশিপ, সাঁতার ও স্পা সার্ভিসসহ ব্যাংকোয়েট হল ভাড়া নেয়ার ক্ষেত্রে ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করবেন।
মেটলাইফের ইস্যু করা লাইফ কার্ড দেখিয়ে এ বিশেষ ছাড় উপভোগ করা যাবে। থ্রিসিক্সটি হেলথ মোবাইল অ্যাপ থেকে এ কার্ডের ডিজিটাল সংস্করণ ডাউনলোড করা যাবে। গ্রাহকদের জন্য লাইফস্টাইল কেন্দ্রিক সুবিধা প্রদানের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে মেটলাইফ।
অতিথি এবং মেম্বারশিপ হোল্ডারদের জন্য বিভিন্ন সেবা প্রদান করে একটি বিলাসবহুল আতিথেয়তার কেন্দ্র হিসেবে খ্যাতি অর্জন করেছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। মেটলাইফ বাংলাদেশের সাথে এই অংশীদারিত্ব তাদের আতিথেয়তা এবং সেবা প্রদানের মান ও সুযোগকে আরও বিস্তৃত করতে ভূমিকা রাখবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর রেজওয়ান মারুফ ও সেলস ম্যানেজার সাইফুল আলম। মেটলাইফ বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার নওফেল আনোয়ার, হেড অব ব্যাংকাস্যুরেন্স আসিফ শামস এবং মার্কেটিং এন্ড প্রোডাক্টের ডেপুটি ম্যানেজার শিউলি আখতার।