অর্ধ-বার্ষিক ব্যবসা ক্লোজিং সভা

শরীয়তপুরে পপুলার লাইফের ৫ কোটি ১৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ

সংবাদ বিজ্ঞপ্তি: শরীয়তপুর অঞ্চলের বীমা গ্রাহকদের ৫ কোটি ১৩ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সম্প্রতি শরীয়তপুর সদর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত কোম্পানির অর্ধ-বার্ষিক ব্যবসা ক্লোজিং সভায় এসব চেক হস্তান্তর করা হয়।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমন্বয়কারী সৈয়দ জাকারিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, মো. নওশের আলী নাঈম ও মো. হাবিবুর রহমান, এসইডি মো. জাহাঙ্গীর হোসেন, প্রকল্প পরিচালক মো. মোখলেছুর রহমান ও প্রকল্প ইনচার্জবৃন্দ এবং কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।