জেনিথ ইসলামী লাইফের আনন্দ ভ্রমন ও উন্নয়ন সভা
সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সফল উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে আনন্দ ভ্রমন ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুলাই) মুন্সিগঞ্জের গজারিয়ায় অবস্থিত মানাবে ওয়াটার পার্কে দিনব্যাপী এই আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।
সভায় জুন ২০২৪ ক্লোজিংয়ে ১ম স্থান অর্জনকারী সংগঠন প্রধান মুহাম্মদ কামরুল ইসলাম, ২য় স্থান অর্জনকারী সংগঠন প্রধান মো. সাইফুল ইসলাম এবং ৩য় স্থান অর্জনকারী সংগঠন সৈয়দ মাসকুরুল হককে প্রধান অতিথি পুরষ্কার প্রদান করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠন প্রধান সৈয়দ মাসকুরুল হক। সভায় প্রায় ৩০ জন সফল সিনিয়র উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন।