সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের নতুন দুই চুক্তি স্বাক্ষর

সংবাদ বিজ্ঞপ্তি: সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাথে মিডল্যান্ড ব্যাংকের ‘মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড’ ও ‘মিডল্যান্ড ব্যাংক ব্যালান্সড ফান্ড’ নামে সম্প্রতি দুটি মিউচুয়াল ফান্ডের ট্রাষ্ট ডিড স্বাক্ষর হয়েছে।

অনুষ্ঠানে সন্ধানী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহার উপস্থিতিতে কোম্পানি সচিব মো. মিজানুর রহমান এবং মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ-জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।