জেনিথ লাইফের ১২ বছরে পদার্পণ উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা
সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১২ বছর পদার্পণ উপলক্ষ্যে জুলাই মাসের সফল উন্নয়ন কর্মকর্তাদের আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সোমবার (১৯ আগস্ট) শ্রীমঙ্গলের হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে এই আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নিয়ে নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন ভিপি ও প্রধান (প্রশিক্ষণ ও গবেষণা) মো. তোফাজ্জেল হোসাইন মানিক।
সভার সভাপতিত্ব করেন সিনিয়র ডিএমডি মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উন্নয়ন প্রশাসন বিভাগের এসভিপি ও ইনচার্জ মো. নিজাম উদ্দীন। প্রায় অর্ধশতাধিক সফল উন্নয়ন কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।