এনআরবি ইসলামিক লাইফের ব্যবসা পরিকল্পনা সভা
সংবাদ বিজ্ঞপ্তি: এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের বাছাইকৃত ব্যবসা সফল কর্মকর্তাদের নিয়ে মাসিক পরিকল্পনা সভার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ আগষ্ট) কোম্পানির প্রধান কার্যালয়ের হল রুমে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জুলাই মাসের ব্যবসায় সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী ডিজিএম, এসভিপি, ইভিপি ও এসইভিপি পর্যায়ে কর্মকর্তাদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ উপহার প্রদান এবং সদ্য যোগদানকৃত কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করা হয়।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ জামাল হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এম. মাহফুজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান-দাবি কমিটি আরিফ সিকদার, চেয়ারম্যান-নির্বাহী কমিটি এ.কে.এম. মোস্তাফিজুর রহমান এবং এজেন্সি ডিরেক্টর (ওভারসিজ) হোসনে আরা বেগম ।