পিকেএসএফ’র চেয়ারম্যান হওয়ায় জাকির আহমেদ খানকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা
সংবাদ বিজ্ঞপ্তি: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান জাকির আহমেদ খান পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ এর চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
বুধবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির অডিট কমিটির সভায় মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন এ শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এ সময় পরিচালক এয়ার কমোডর (অব.) আবু বকর এফসিএ, কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ ও কোম্পানি সচিব মো. আব্দুল ওহাব মিয়ান উপস্থিত ছিলেন।
সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে সরকার আগামী তিন বছরের জন্য পিকেএসএফের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করে। গত ২৮ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করলে ১ সেপ্টেম্বর তিনি উক্ত পদে দায়িত্বভার গ্রহণ করেন।
জাকির আহমেদ খান ১৯৭০ সালে পাকিস্তান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসে যোগদানের পূর্বে অর্থনৈতিক গবেষণা ব্যুরোতে রিসার্চ অ্যাসোসিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে খণ্ডকালীন প্রভাষক হিসেবেও দায়িত্ব পালন করেন।
সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান বিশ্বব্যাংকের বাংলাদেশ, ভুটান, ভারত ও শ্রীলঙ্কা অঞ্চলের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। অর্থ সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
চাকরীকালে তিনি বাংলাদেশ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগ, সংস্থাপন, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বিভিন্ন সময়ে ঊর্ধ্বতন পদে কর্মরত ছিলেন।